| মহসিন রেজা, মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা সামনে রেখে মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লবের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার ইদ্রাকপুরের পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন বালুর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব।
পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ লিটন তালুকদারের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মি অভিজিৎ দাস ববির সঞ্চালনায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের মোঃ সিরাজ, পৌর ১, ২ ও ৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, সদর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ সুরুজ মিঞা, উত্তম কুমার, অ্যাডভোকেট নাজমা আক্তার নিরা, গাজী বিপ্লব, সোহেল রানা রানু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রহমান গাজী, মোঃ রুমেল তালুকদার প্রমূখ।
উঠান বৈঠকের শুরুতে অনুষ্ঠানের সভাপতি লিটন তালুকদার ফুল দিয়ে ফয়সাল বিপ্লবকে বরণ করে নেন।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech