| পিবিএন ডেস্ক
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস পাশ্ববর্তী মেসের একটি কক্ষে একসঙ্গে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক প্রেমিক যুগলকে বিয়ে দেয়া হয়েছে।
রবিবার (২৮শে ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে একসঙ্গে অবস্থান করার বিষয়টি এলাকার লোকজন বুঝতে পারে।পরে এলাকাবাসী তাদেরকে আটকে রেখে উভয়ের পরিবারের সদস্যদের খবর দেয়।
এরপর বিকেল ৫টার দিকে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিন লাখ টাকা মোহরানায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। বিয়েটা পারিবারিক ভাবে হলে ভালো হতো। তাদের এ অবস্থায় কেন বিয়ে দিতে হবে!
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech