| পিবিএন ডেস্ক
করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষজনকে জোর খাটিয়ে ঘরে রাখা নয়, বেশি বেশী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
তিনি বলেন, জোর করে ঘরে রাখার চেয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। মানুষ যেন কিছুদিন এই লকডাউন মেনে চলে এই লক্ষ্যে কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, যেই অপরাধ করবে তার বিরুদ্ধে মামলা হবে, আদালত তার বিরুদ্ধে মামলা করবেন। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech