| এসকে
হাসান সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি:
সারাদেশের মতো টাঙ্গাইলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন সহ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলাইমান হাসান, ক্রীড়া সম্পাদক মির্জা মইনুল হোসেন লিল্টু, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech