| ডেস্ক ইডিটর, বর্ণা
হাসিবুল হাসান ইমু, ক্যাম্পাস প্রতিনিধি: বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সহযোগিতায় বিএনসিসি ৩ রমনা রেজিমেন্ট থেকে ২৫ ও ২৬ জানুয়ারি একটি ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এই প্রতিযোগিতায় রমনা রেজিমেন্টের মোট ১০০ জন ক্যাডেট অংশ নিয়েছিলেন এবং শীর্ষ দশ শ্যুটারকে আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন প্রস্তুত করবে।
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল তাহসিন আল মাজেদ সেরা শুটারের পুরষ্কার অর্জন করেছেন। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) শিক্ষার্থী।
শীর্ষ ১০ শ্যুটার তালিকায় ডিআইইউ বিএনসিসি প্লাটুনের ৩ জন ক্যাডেট নির্বাচিত হয়েছে। অন্য দুজন হলেন-ক্যাডেট সার্জেন্ট মেহেদী হাসান হিমেল এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল আব্দুর রব।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech