| ডেস্ক ইডিটর, আক্তার
মোঃ আক্তার হোসেন স্টাফ রিপোর্টারঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ৪ নং দীঘিনালা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের বানছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুলিন হ্যেডম্যান কার্বারী পাড়ার দীঘিনালা থেকে বাবুছড়া যাওয়ার সড়ক পথে ইট ভর্তি ট্রাক্টর-চাপায় আনন্দময় স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী সুজন চাকমা(৬) নিহত।
১৪ ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। এসময় ট্রাক্টর চাপায় ঘটনাস্থালে ই বানছড়া আনন্দময় স্কুলের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী সুজন চাকমা(৬) নিহত। পরে স্থানীয় লোকজন ট্রাক্টর ড্রাইবার কে আটক করে। দীঘিনালা থানা পুলিশ কে অবগত করলে। দীঘিনালা থানা পুলিশ ড্রাইবার হানিফ(২৮) কে আটক করেন।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উওম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাক্টর চাপায় ঘটনাস্থালে ই বানছড়া আনন্দময় স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুজন চাকমা(৬) নিহত। ড্রাইবার পুলিশ হেফাজতে আছেন।
উল্লেখ যে, ট্রাক্টর চাপায় ঘটনাস্থালে ই বানছড়া আনন্দময় স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুজন চাকমা(৭) নিহত। দীঘিনালা জোন (সেনানিবাস) এবং দীঘিনালা থানার আর্থিক ১৩ হাজার টাকা সহযোগিতায় করেন লাশ দাহ্য করার জন্য।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech