| ডেস্ক ইডিটর, আক্তার
স্টাফ রিপোর্টার মোঃ আক্তার হোসেনঃ খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় দি ষ্টার্ক ক্লাব লিমিটেড কর্তৃক দিঘীনালা উপজেলা শীল কল্যান সমিতি ক্লাব প্রাঙ্গনে স্বপ্নশিখা ফাউন্ডেশন ও দিঘীনালা উপজেলা শীল কল্যান সমিতির সহযোগীতায় শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের শীল কল্যান সমিতি ক্লাব প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিথ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন কাশেম এন্ড ব্রাদার্সের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব মোঃ জসিম, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংঘঠক মৃদুল কান্তি সেন, শীল কল্যান সমিতির উপদেষ্টা বিধান শীল, দি স্টার্ক ক্লাব লিমিটেডের টিম লিডার সুমিতচৌধুরী ও স্বপ্নশিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজীব সুশীল। এই সময় শিক্ষা,সমাজ ও মানব উন্নয়নে বিশেষ অবদান রাখায় স্বপ্নশিখা ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও মহাসচিব সবুজ চক্রবর্তী’ কে দি ষ্টার্ক ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech