| পিবিএন ডেস্ক
ফরিদ আহমদ শিকদার, নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে প্রায় দেড় ঘন্টা মহা সড়ক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার ১টা ৩০ মিনিটের সময় উপজেলার মংলাপুর গ্রামবাসী ও পিটুয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। ফলে, ঢাকা- সিলেট মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষকারীদের মধ্যে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ গুরুতর আহত ও মহাসড়কের দু’পাশের দোকানপাট ভাংচুরের ঘটনাও ঘটেছে।
এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে দুই গ্রামের সংঘর্ষ থামে বিকেলে ৩টার দিকে এবং প্রায় দেড় ঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর যানচলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech