| sukanto
নাজমুল হাসান জনি,নরসিংদী ব্যুরো প্রধান:
নরসিংদীর শিবপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর মেধাবী ছাত্র মেহেদী হাসান শান্ত (২৫) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে তার বন্ধু শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ছাত্র নাদিম সরকার (২৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান শান্ত শিবপুর কলেজ গেইট এলাকার পল্লীবিদ্যুতের ঠিকাদার মো. মফিজুল ইসলামের বড় ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন। দুপুরে তারা মোটর সাইকেল যোগে নরসিংদী থেকে শিবপুরে আসার পথে সৈয়দনগর নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হয়ে গুরুতর আহত হন । স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শান্তকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা চারটার দিকে মারা যায় শান্ত এবং নাদিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech