| পিবিএন ডেস্ক
প্রথম মুখে ভাত যুবানের। হলুদ রঙের পাঞ্জাবি পরে দাদুর কোলে বসে মুখেভাত হল রাজশ্রীর ছেলের। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান পেজের তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়।
যেখানে দাদুর কোলে চুপ করে বসে ভাত খেতে দেখা যায় যুবানকে। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
রাজ, শুভশ্রীর ছেলের অন্নপ্রাশনের ভিডিয়ো দেখে, টলিউডের তারকা জুটির ভক্ত এবং অনুরাগীরা খুশি হয়ে যান।
ফলে অভিনেত্রীর ফ্যান পেজের তরফে যুবানের অন্নপ্রাশনের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যেই তা মন কেড়ে নেয় দর্শকদের।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech