| ডেস্ক ইডিটর, বর্ণা
বিশ্বাস রেখো আমার ওপর
তোমায় কখনো খুঁজতে যাই নি বহুদূর, বহু পথ মারিয়ে। কারন আমি জানতাম তুমি আছো আমাতেই আমার সর্বাগ্রেই। অনেকের ঠোঁট কাটা কথা শুনেছি, নিজেই নিজেকে বুঝেয়েছি যা আমার তা অবশ্যই আমার। আত্মবিশ্বাস আর পবিত্রতায় মুড়িয়ে রাখা যে মুখখানা অর্ধ যুগ ধরে অনেক স্বপ্নে লালন করেছি কিন্তু কোনদিন চাই নি ওই মুখখানা আমি স্পর্শ করি।
হয়তো প্রকৃতিই কখনো চায় নি যে, আমি এতো দ্রুত এই মূল্যবান স্পর্শটির কাছাকাছি পৌঁছে যাই। জীবনে খুব করে মন থেকে যে দুইটি জিনিস চাইতাম তার একটি তুমি।
মানুষের জীবনের সকল অমীমাংসিত ঘটনাগুলোর নিশ্চিত সমাধান হয় মৃত্যুর মাধ্যমে। কিন্তু অনেকেই তার জীবনকে ইচ্ছে করেই নিয়ে যায় সব কিছুর উর্ধ্বে। আমার কখনো এমন হয়নি, কারন আমি জানতাম তুমি আমার এবং অবশ্যই আমার।
বিশ্বাস করো তোমার বিষয়ে আমার পরিচিত যতজন জানে সবাইকেই আমি বলে রেখেছি তোমার বুকের বা পাশের হাড়টির সাথে আমার হাড়টির জোড়া।
ইনশাআল্লাহ্ আমি একদিন সেই দৃশ্য তৈরী করবো, যখন সবাই চেয়ে চেয়ে দেখবে একটা মানুষ কিভাবে তার আত্মবিশ্বাসকে ৬ বছর পুঁজি করে একটি পূর্ণ জীবন উপভোগ করে।
লেখা: দেওয়ান ফয়সাল
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech