| পান্থ রহমান, ভোলা জেলা প্রতিনিধি
ভোলার সদর উপজেলা পূর্ব ইলিশার জনসন বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।
(২৩ ডিসেম্বর) বুধবার সন্ধায় ৭ঘটিকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয়রা ফায়ার ব্রিগেড সার্ভিসকে খবর দেয়। পরে জেলা ফায়ার ব্রিগেডের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে একঘন্টা ব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসময় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান,সদর থানার ওসি মো. এনায়েত হোসেন ও ডিবির ওসি মো.শহিদুল ইসলাম।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডে মুদীর দোকান পেট্রোল-ডিজেল, স্বর্নের দোকান,হোটেল ও মোবাইলের দোকান সহ ২০ টি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১ কোটি টাকার উপরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে আগুনের সুত্রপাত এখন পযন্ত যানা যায়নি বলেও জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ইলিশা জনসন ফাড়ির নৌ থানার অফিসের একাংশ পুড়ে গেছে বলে জানা যায়।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech