| ডেস্ক ইডিটর, বর্ণা
সরওয়ার কামাল, কক্সবাজার প্রতিনিধি: ২৬ই জানুয়ারি মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে যানবাহনে অবৈধ ভাবে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
২৬ই জানুয়ারি ২য় দিনের অভিযানে ৯ হাজার টাকা জরিমানা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। যানবাহনে অবৈধ ভাবে রান্না কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযানে উপজেলার বড় মহেশখালীসহ কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান। অভিযান পরিচালনায় সহায়তা করেন মহেশখালী থানা পুলিশ, মহেশখালী ফায়ার সার্ভিস ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন, অটোরিকশা চালককে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রান্নার গ্যাস সিলিন্ডার সিএনজিতে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। ইতোপূর্বে চালক ও মালিক সমিতিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা নেয়নি। সিএনজি থেকে দ্রুত এলপি গ্যাস অপসারণের নির্দেশ দেয়া হলো। অন্যতম আইনগত ভাবে জরিমানাসহ শাস্তি দেয়া হবে।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech