| এসকে
মহসিন রেজা,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের ১৭ দিন পর হাসান মিয়া (১৭) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ই জানুয়ারী শুক্রবার সকালে আনুমানিক ১০টার দিকে ডোবায় মরদেহটি ভাঁসতে দেখে থানায় খবর দেওযা হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মৃত হাসান হোসেন্দী গ্রামের মো. শামীম হোসেনের ছেলে।
তথ্য সুত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর সোমবার রাতে হাসান খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলো। সকালে উঠে তার পরিবারে লোকজন ঘরে দেখতে না পেয়ে খোঁজা-খুজি করেও পাওযা যায় নি। তারপর থেকে হাসান নিখোঁজ ছিলো।
নিহতের বাবা শামীম হোসেন বলেন, শুক্রবার সকালে বাড়ির পাশের ডুবা থেকে দূর্গন্ধ পেয়ে মরদেহটি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
গজারিয়া থানার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক সুজিত সরকার জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশটি অনেক দিনের হওয়ায় পঁেচ গিয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ্য, শেষ খবর পাওয়া পযর্ন্ত নিখোঁজে কিংবা লাশ উদ্ধারের ঘটনায় থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের করা হয়নি।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech