| ডেস্ক ইডিটর, বর্ণা
মেহেরপুরের গাংনীতে বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, গাড়াবাড়িয়া গ্রামের কাউছার মন্ডলের ছেলে আয়নাল হক(৩৫), ফতাইপুরের জনি(৩৭), পূর্ব মালসাদহের শুকুর আলীর ছেলে হালিম(২৩), কাউছার আলীর ছেলে শিহাব ও মহিলা কলেজপাড়ার হাবিবুর রহমান(২৮)।
গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান, সম্প্রতি গাংনী উপজেলা বেশ কয়েকটি এলাকায় চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার পূর্বক মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া চোর সিন্ডিকেটের মুল হোতাদের গ্রেফতারে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি গাংনী থানা ও বিভিন্ন ক্যাম্পের পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech