| এসকে
আসাদুজ্জামান আসাদ ,ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। কিশোর জুয়েল এখন স্থায়ী পঙ্গুত্বের পথে।সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জুয়েলের দিন কাটে এখন ঘরের বারান্দায় হাটুর যন্ত্রণায় নিয়ে।
জুয়েলের বসবাস ফকিরহাট বিশ্বরোড মোড়ের অদূরে রাস্তার পাশে রেলের জায়গায়। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার আট্টাকী এলাকায় জুয়েল তার পায়ে ভীষণ আঘাত পায় মোটরসাইকেল দুর্ঘটনায়। গুরুতর আহত জুয়েলকে ওই সময় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসায় জুয়েলকে পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতাল-খুলনায়।সেখানে চিকিৎসকরা জানিয়ে দেয়, জুয়েলের বাম পায়ের হাঁটুর অবস্থা মোটেই ভালো নয়। উন্নত চিকিৎসা না হলে জুয়েলকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে।
জুয়েলের মা শাফিয়া বেগম জানায়, ডাক্তার বলেছে জুয়েলের হাটুর ভেতরে চুর্ণ বিচুর্ন হয়ে আছে।অনেক টাকা লাগতে পারে জুয়েলের হাঁটুর চিকিৎসায়। সংসারে যেখানে চাল আনতে ডাল ফুরায় সেখানে এতো টাকা আমরা পাবো কোথায়।সেলাই দেবার পর ব্যাথা-ফোলা কমানোর ওষুধ নিয়ে আমরা চলে এসেছি।
জুয়েলের বাবা মাহেন্দ্র ড্রাইভার শেখ ওমর জানায়, জুয়েলকে নিয়ে বাড়ী ফিরে স্থানীয় এক কবিরাজকে দেখিয়েছি। সেই কবিরাজই এখন তার চিকিৎসা করছে।
অসুস্থ জুয়েল জানায়, হাটুর জ্বালায় সারারাতেও ঘুম আসেনা আমার। শুয়ে বসে দিন যায়। পায়ে কোনো জোর নেই বল নেই। ব্যাথা-ফোলাও কমছেনা। কি যে হবে- যদি আমি পঙ্গু হয়ে যাই! সংসারের বোঝা কাঁধে নিয়ে আজ আমি নিজেই সংসারের বোঝা হয়ে গেলাম!
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech