| ডেস্ক ইডিটর, আক্তার
স্টাফ রির্পোটার মো: আক্তার হোসেন: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৯৮ নং সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার পিতা-মাতা হরিকুমার-উমাদীনি স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট-২০২১ পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দীঘিনালা থানা মাঠে শুভ উদ্বোধন করা হয়েছে।
কাশেম এন্ড ব্রাদার্স ও হরিকুমার-উমাদীনি স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট-২০২১ এর পরিচালক মো: জসিম এর সভাপতিত্বে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী ,৮ ই জানুয়ারী রাত ৮ টায় উপজেলার দীঘিনালা থানা মাঠে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপুৃ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হরিকুমার-উমাদীনি স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট-২০২১ শুভ উদ্বোধন করেন। এসময় নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বলেন খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙা , অন্যদিকে মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রন হারিয়ে ফেরে মাদকসেবীরা । তিনি বলেন মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও্র সেবন ছাড়তে হবে। তুরুনদের লেখা-পড়ার পাশা-পাশি অবসর সময়ে খেলাা-ধুলায় মনোযোগী হওয়া উচিও । খেলা-থুৃলায় মানুষের দেহ গঠন ঠিক রাখে । মনকে রাখে সতেজ সুন্দর।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্তিথ ছিলেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব মো: কাশেম,দীঘিনালা থানার ভারপাপ্ত কর্মকর্তা উওম চন্দ্র দেব, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদার আলম, পার্বত্য জেলা পরিষদের নব- নির্বাচিত সদস্য মাইন উদ্দিন , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রস্তাবিত কমিটি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ শওকত উল-ইসলাম দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সফিক প্রমুখ্য।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech