| এসকে
মোঃ লুৎফর রহমান,হিলি দিনাজপুর:
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন সামনে রেখে নৌকা মার্কার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ ও ১৪ দলের গণসংযোগ ও পথসভায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে যে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মেয়র প্রার্থী জামিল হোসেন চলন্ত নির্বাচনে বিজয়ী হবেন।
সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী সহ নির্বাচনে প্রচারণায় ১৪ দলের নিয়ে হিলিতে বাজারে পথসভা হয়।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, হাকিমপুর উপজেলা জাতীয়পার্টি ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল চৌধুরী, আওয়ামীলীগ সহ ১৪ দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সাবেক মেয়র কামাল হোসেন রাজ বলেন, ৩০ শে জানুয়ারী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আবারো নৌকাকে বিজয় করতে হবে।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech