| এসকে
মমিনুল হক রাহাত,বিইউএফটি প্রতিনিধি:
২ টাকায় উপহার ২য় বারের মতো দেশের ০৩ টি স্থানে শীত বস্ত্র বিতরণ আয়োজন সম্পন্ন করেছে। ঢাকা,গাজীপুর এবং ময়মনসিংহে সমাজের সুবিধাবঞ্চিত মোট ৮০ টি পরিবারের মাঝে ২ টাকার বিনিময়ে তুলে দেয়া হয় কম্বল।
২ টাকায় উপহার এর এলাকা ভিত্তিক ক্যাম্পাস প্রতিনিধি আয়েশা আঁখি এর মাধ্যমে গাজীপুরে, ওমর ফারুক সাদাফ এর মাধ্যমে ময়মনসিংহে এবং ২ টাকায় উপহার এর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করা হয়েছে।
এই আয়োজনের মধ্য দিয়ে ২ টাকায় উপহার এর ডিসেম্বর মাসের আয়োজন সফলতার সাথে সম্পন্ন হয়।
Pbn24
©2020-pbn24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech